افضل الصلوات على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ,আশা করি আপনারা সবাই ভাল আছেন ,

আজ ইংরেজি ২৮ সেপ্টেম্বর এর সাথে এর সাথে পবিত্র রবিউল আউয়াল শরীফের প্রথম তারিখ ।

তাই আমি মনে করি যে আমাদের জামিয়া এক্রামিয়া পাহাড়পুর সহ আমাদের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে নবী পাক( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) আগমনের দিনের খুশিতে লাইটিং দিয়ে সাজিয়ে নিজেদের মহব্বতের পরিচয় দেওয়া উচিত ।

এ পবিত্র রবিউল আউয়াল মাসে নবীজির আগমনের খুশিতে দান ধ্যান অথবা ব্যয় কেন করা উচিত ?

পৃথিবী বিখ্যাত আলিমে দীন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনে কাফের আবু লাহাব তার নিজের বান্দি সোয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দেয় ।

হযরত আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত ,উনি বলেন আমি একদিন স্বপ্নের মধ্যে আবুল লাহাব কে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম তোমার কি অবস্থা তখন সে জবাব দিল যে আমি কবরে কঠিন আজাবের মধ্যে আমি আছি কিন্তু সোমবারের দিন আমার আজাব কম হয়ে যায়,

তারপরে উনি বলেন যে মুসলমান মমিনরা যদি এই খুশি পালন করে , তার অগণিত সাওয়াব এবং মাগফেরাত

الله ورسوله أعلم بالصواب
Syed Soyeb Akhtar
Marqazu Saquafati Sunniya Al islamiyya