লেখা আহ্বান
প্রিয় সাহিত্য সাথী,
অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে, শাহ সুফি সাইয়্যিদ মোহাঃ একরামুল হক (রহঃ) আলাইহের ৭৮ তম একরামিয়া ইসালে সাওয়াব উপলক্ষে হুজুর একরামুল হক (রহঃ) এর জীবন দর্শনকে পাথেয় করে ” নূর এ পয়গাম ” নামে পত্রিকা প্রকাশ হবে ( চতুর্থ বর্ষ, বার্ষিক সংখ্যা ) । তার প্রস্তুতি চলছে ।
আপনিও শরিক হন এই মহান কর্মযজ্ঞে । আপনাকে পাশে পেলেই আমাদের এই প্রচেষ্টা সর্বার্থে সফল হবে এই আমাদের দৃঢ় বিশ্বাস ।
অতএব পত্রিকার জন্য আপনার মূল্যবান পরামর্শের সঙ্গে নিম্নলিখিত যে কোন একটি বিষয়ে রচনা আগামী ৩১/১২/২০২১ (ইং) তারিখের মধ্যে আমাদের ইমেইল আইডিতে পাঠাতে অনুরোধ জানানো হল ।
বিষয় বস্তু :
১) সুফিবাদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ।
২) ইসলাম ও মানবিকতা ।
৩) উত্তরের মুসলমান জনসমাজ ।
৪) ইসলাম ও বর্তমান সমাজ।
৫) বঙ্গে সুফির প্রভাব।
৬) গনতন্ত্র, সমাজতন্ত্র ও ইসলাম ।
৭) সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান একরামিয়া ইসালে সাওয়াব ।
৮) একরামিয়া ইসালে সওয়াব ও আমাদের জীবনে তার প্রভাব ।
৯) সুফিবাদের আলোকে হুজুর সাহেবে ।
**বি.দ্রঃ **
১) শব্দ সংখ্যা সীমাহীন ।
২) প্রেরিত লেখা সম্পাদক মন্ডলীর (আলোচনা সাপেক্ষে ) সম্পাদনার অধিকার থাকবে ।
৩) লেখার সঙ্গে একটি সচল ফোন নং এবং হোয়াটসঅ্যাপ নং টাইপ করে পাঠাবেন ।
৪) মেল ছাড়া লেখা অন্য কোন ভাবে গৃহীত হবে না ।
৫) লেখা PDF ফাইলে অথবা মেল বডিতে টাইপ করে পাঠান ।
৬) লেখা পাঠানোর পর সেই লেখা অন্যত্র পাঠাবেন না ।
৭)গত সংখ্যায় যাদের লেখা ছিল তাঁরা এই সংখ্যায় লেখা পাঠাবেন না।
৮) মেইল ঠিকানা : [email protected]
৯) সৌজন্য কপি দেওয়া হবে।
**শুভেচ্ছান্তে **
যুগ্ম সম্পাদক – “নূর এ পয়গাম”
হলদিবাড়ি, কোচবিহার
**পশ্চিমবঙ্গ, ভারত **
পত্রিকা প্রকাশ হবে :১৭ই ফেব্রুয়ারী ২০২২
যোগাযোগ :
১. এরশাদ – 8972968762
২. নূরনবি – 8116178950
৩. আজাদ – 90023 33580
৪. রাজা – 8348295753